বিএনপি এখন দেশের কথা ভাবছে না: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১০:১৪ | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:৫৩
মনোনয়ন ফরম জমা দিচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বিএনপি এখন দেশের কথা না ভেবে তারা আন্তর্জাতিক ক্ষমতা দ্বারা সরকারে যেতে চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বুধবার দুপুরে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিয়ে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, আমরা প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে যাইনি এবং যাচ্ছি না। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাচ্ছি আমরা।

কাদের সিদ্দিকী বলেন, ভোট কেন্দ্রে ভোটার না এলে গ্রহণযোগ্যতা পাবে না। আর প্রচুর পরিমাণ ভোটার এলে গ্রহণযোগ্যতা পাবে। কোন দল এলো আর কোন দল এলো না এটা আমার কাছে বড় কথা নয়। বড় কথা হচ্ছে সরকারি প্রভাবমুক্ত স্বতঃস্ফূর্ত নির্বাচন হলো কি না। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলো কি না এটাই হচ্ছে বড় কথা।

তবে দেশের অস্থিতিশীল অবস্থার কথা স্বীকার করে এ থেকে পরিত্রাণ পাওয়া দরকার বলে জানান তিনি। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/৩০নভেম্বর/পিএস/এআর)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :