যুদ্ধবিরতি শেষ, গাজায় ফের ইসরায়েলের হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৩, ১১:৪১| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮
অ- অ+

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির শেষে শুক্রবার গাজায় উপত্যকায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতি জারি করে বলেছে, তারা গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামাস ইসরায়েলের ভূখণ্ডে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করার পরই ইসরায়েলের পক্ষ থেকে আক্রমণ শুরু করা হয়েছে।

এদিকে, হামাসের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাজা সিটি এবং গাজা উপত্যকার উত্তরে হামাস এবং ইসরায়েলি সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। গাজা উপত্যকার কেন্দ্রস্থলে, নুসিরাত এবং বুরেইজ শরণার্থী শিবিরের কাছেও ইসরায়েলি ট্যাঙ্কগুলো গোলাবর্ষণ করছে।

গাজা উপত্যকা থেকে আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, ইতোমধ্যেই গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলা আবার শুরু হয়েছে এবং গোলাবর্ষণের খবরও পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা