যুদ্ধবিরতি শেষ, গাজায় ফের ইসরায়েলের হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৩, ১১:৪১

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির শেষে শুক্রবার গাজায় উপত্যকায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতি জারি করে বলেছে, তারা গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামাস ইসরায়েলের ভূখণ্ডে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করার পরই ইসরায়েলের পক্ষ থেকে আক্রমণ শুরু করা হয়েছে।

এদিকে, হামাসের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাজা সিটি এবং গাজা উপত্যকার উত্তরে হামাস এবং ইসরায়েলি সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। গাজা উপত্যকার কেন্দ্রস্থলে, নুসিরাত এবং বুরেইজ শরণার্থী শিবিরের কাছেও ইসরায়েলি ট্যাঙ্কগুলো গোলাবর্ষণ করছে।

গাজা উপত্যকা থেকে আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, ইতোমধ্যেই গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলা আবার শুরু হয়েছে এবং গোলাবর্ষণের খবরও পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :