রাজধানীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর হাতিরপুল এলাকায় আবাসিক ভবন থেকে পড়ে নাজমা (১৬) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে শাহবাগ থানাধীন মোতালেব প্লাজার ৮ম তলার একটি ফ্ল্যাট থেকে পরে তার মৃত্যু হয়।
মোতালেব প্লাজার বি ব্লকের ৮১৩ নং ফ্ল্যাটের বাসিন্দা খুরশিদা জামান বলেন, তার বাসায় গত দেড় মাস যাবত কাজ করতো নাজমা। শুক্রবার রাতে আমাদের ভবনের ওপর থেকে পঞ্চম তলায় কিছু পড়ার একটি শব্দ হয়। শব্দ শুনে বাড়ির সিকিউরিটি গার্ড গিয়ে দেখতে পায়, গৃহকর্মী নাজমা পড়ে আছেন। তখন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫ টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, ঘটনাটি যে ভাবেই ঘটুক না কেন, তা তদন্তে বেড়িয়ে আসবে। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। ওই বাসার মালিকের নাম খুরশিদা জামান, তার মেয়ে চিকিৎসক। আমরা তাদের সঙ্গে কথা বলছি। ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এসএম/ইএইচ)

মন্তব্য করুন