চুয়াডাঙ্গার দুটি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৫:২৪| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৬
অ- অ+

চুয়াডাঙ্গার ২টি আসনে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থীসহ ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৭ জনের মনোনয়ন।

সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার নিজ কার্যালয়ে বৈধ ও অবৈধ ঘোষিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, ৭ জন প্রার্থীর এক শতাংশ ভোটারের তথ্যে অমিল, ঋণ খেলাপি, কর খেলাপি, বিদ্যুৎ বিল খেলাপি ও হলফনামায় তথ্য গোপন করায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জাতীয় পার্টির অ্যাডভোকেট সোহরাব হোসেন, এনপিপির ইদ্রিস চৌধুরী, জাকের পার্টির সালাম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী এমএ রাজ্জাক খান, স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা ও স্বতন্ত্র প্রার্থী এম শহিদুর রহমান।

চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজগার টগর, জাতীয় পার্টির রবিউল ইসলাম, এনপিপির ইদ্রিস চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দেওয়ান মোহাম্মদ ইয়াসিন উল্লাহ, জাকের পার্টির আব্দুল লতিফ খান ও স্বতন্ত্র প্রার্থী আবু হাশেম রেজা।

অবৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, চুয়াডাঙ্গা-১ আসনের তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী তাইজাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী আফরোজা পারভীন ও শেখ সামসুল আবেদীন।

চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী নূর হাকিম, স্বতন্ত্র প্রার্থী নজরুল মল্লিক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক মোল্লা।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এমএ রাজ্জাক খান, যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ নেতা মীর্জা শাহরিয়ার মাহমুদ, নূর হাকিম ও আবু হাশেম রেজা আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধ হয় নাই, করতে হবে: রাশেদ প্রধান
গানের নাম ‘প্রেমিক স্বৈরাচার’
দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার
খিলগাঁওয়ে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহকর্মীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা