মহাখালীতে পেট্রল পাম্পের আগুন নিভেছে, দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৩, ২১:২৩| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ২৩:৪২
অ- অ+

রাজধানীর ঢাকার মহাখালীতে রয়েল পেট্রল পাম্পে লাগা আগুন নিভেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় আটজন দগ্ধ হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানিয়েছেন। এর আগে রাত ৮টার দিকে রয়েল পেট্রল পাম্পে আগুন লাগে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. সালাউদ্দিন(৩৮), মোহাম্মদ মামুন(৩০), মাসুম (২৫), আমির হোসেন সুমন(৩২), রানা(৩০), কামাল আবেদিন(৫০), জীবন(২১) ও ইঞ্জিনিয়ার খায়ের গাজী(৪৪)। কারো অবস্থাই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন বার্ণ ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।

রোজিনা আক্তার জানান, রয়েল পেট্রল পাম্পে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাস্তায় যানজটের কারণে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এমএইচ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা