শাহবাগে ছাত্রদল নেতা রাকিবের নেতৃত্বে মিছিল

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও অবৈধ নির্বাচনি তফসিল বাতিলের দাবিতে দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলের শেষ পর্যায়ে শাহবাগ মোড়ে অবস্থানরত র্যাবের সদস্যরা মিছিলের পেছন থেকে ধাওয়া করলে ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি) এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, বোরহান উদ্দিন খান সৈকত, মাহফুজুর রহমান, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের প্রচার সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আহম্মেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সুলতানা আক্তার মিম, সহ-নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী, পিয়াল হাসান, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন টুটন, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাবেক ছাত্র মিলনায়তনবিষয়ক সম্পাদক তৌকির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন, তিতুমীর কলেজ ছাত্রদলের নেতা খোকা আহমেদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, আবু সুফিয়ান, মোল্লা রাসেল, মাহমুদ বিন কবির, রাসেল হোসেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান শাহ শাকিল প্রমুখ।
(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/জেবি/এফএ)

মন্তব্য করুন