অবরোধের সমর্থনে ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল

বিএনপির ডাকা দশম দফা অবরোধের সমর্থনে কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর ধানমন্ডিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ধানমন্ডি-২৭ এর লেক সংলগ্ন সাম্পান মোড় থেকে শুরু হয়ে বাংলাদেশ আই হাসপাতালের সামনে গিয়ে এটি শেষ হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল (রয়েল সর্দার), সাবেক সদস্য আজিজুল হক পাটোয়ারি আজিম, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মেহেদী হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক মিঞা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র-সহসভাপতি মো. মোখলেসুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান, নাঈম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, কাজী কাওসার, সহ-সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ওমর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কাজল হোসেন প্রমুখ।
(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/জেবি/বিবি)

মন্তব্য করুন