বালিয়াকান্দিতে নকল ডিটারজেন্ট তৈরির কাঁচামাল ও মেশিনসহ গ্রেপ্তার ১

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৭| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২১:২৮
অ- অ+

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নকল ডিটারজেন্ট তৈরীর কাঁচামাল ও মেশিনসহ বিচিত্র বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার সমাধিনগর বাজার সংলগ্ন নদীর পাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের বিকাশ রঞ্জন বিশ্বাসের ছেলে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বালিয়াকান্দি উপজেলার গড়াই নদীর পাড়ে সমাধিনগর বাজারের পাশে নদীর পাড়ে নকল ডিটারজেন্ট তৈরির কারখানা রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও নকল সার্ফ এক্সেল ডিটারজেন্ট প্রস্তুতের কাঁচামাল ও মেশিনসহ বিচিত্র বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: সাম্প্রতিক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা ও প্রাসঙ্গিক কিছু প্রশ্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা