বালিয়াকান্দিতে নকল ডিটারজেন্ট তৈরির কাঁচামাল ও মেশিনসহ গ্রেপ্তার ১
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নকল ডিটারজেন্ট তৈরীর কাঁচামাল ও মেশিনসহ বিচিত্র বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার সমাধিনগর বাজার সংলগ্ন নদীর পাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের বিকাশ রঞ্জন বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বালিয়াকান্দি উপজেলার গড়াই নদীর পাড়ে সমাধিনগর বাজারের পাশে নদীর পাড়ে নকল ডিটারজেন্ট তৈরির কারখানা রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও নকল সার্ফ এক্সেল ডিটারজেন্ট প্রস্তুতের কাঁচামাল ও মেশিনসহ বিচিত্র বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/পিএস)
মন্তব্য করুন