আইন করে কুরআন পোড়ানো নিষিদ্ধ করল ডেনমার্ক 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪৩ | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪১

সর্বোচ্চ দুই বছরের সাজার বিধান রেখে ডেনমার্কে পবিত্র গ্রন্থ কুরআন পোড়ানো নিষিদ্ধ করে আইন পাস হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এ বিষয়ক একটি বিল পাস হয়।

এখন থেকে এই আইনে অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের সাজার পাশাপাশি গুণতে হবে জরিমানাও।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে সুইডেন ও ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানো হয়। এর প্রতিবাদে মুসলিম দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। এমন প্রেক্ষাপটে দেশটি কুরআন পোড়ানো বন্ধের সিদ্ধান্ত নেয়।

আইনটি পাসের আগে ডেনমার্কের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তীব্র প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটিতে ৯৪ আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট পড়ে ৭৭টি।

আইন পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী ইনগার স্টোইবার্গ বলেন, ‘এই আইন মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করবে।’

তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলেন, ‘এই আইনটি খুব বেশি কঠোর হবে না। এই আইনে ধর্ম নিয়ে সমালোচনা সম্পূর্ণ অপরাধ বলে গণ্য নাও হতে পারে।’

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :