ওসমানী বিমানবন্দরে ২৮০ স্বর্ণের বার জব্দ, আটক ৯

সিলেট ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৩:১৮

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮০ বার চোরাই স্বর্ণসহ ৯ যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক ৯ জনই দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের যাত্রী। শুক্রবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স, কাস্টমস ও এনএসআইয়ের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানের এই স্বর্ণ আটক করা হয়েছে। অভিযানে বিমানের ৩২-জে, ২১-এ বি সি সিটের নিচ থেকে ২৮০টি বড় আকারের স্বর্ণের বার এবং ওয়াশরুমের ভেতর থেকে ছয়টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ৯ জন যাত্রীকে সাসপেক্ট করেছি। এর মধ্যে কম বয়সী বাচ্চারাও আছে। তিন-চারজন বলছে, তারা কিছুই জানে না। আমাদের আরেকটু সময় লাগবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছে। তারা এলে আমরা সব ওপেন করব। আটককৃতরা আমাদের কাস্টডিতে আছেন।’

(ঢাকা টাইমস/০৮ডিসেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :