গাজায় যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে আলোচনার জন্য ওয়াশিংটন যাচ্ছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
শুক্রবার বিকেলে ওয়াশিংটনের উদ্দেশে রিয়াদ ছাড়েন প্রিন্স ফয়সাল। খবর আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল।
বিমানবন্দর ত্যাগের আগে প্রিন্স ফয়সাল সাংবাদিকদের জানান, আরব-ইসলামিক মন্ত্রী পর্যায়ের কমিটির পক্ষে গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন।
প্রিন্স ফয়সাল বলেন, গাজায় যুদ্ধ শেষ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অগ্রাধিকার বলে মনে হচ্ছে না। কিন্তু আমাদের বার্তা হলো আমরা বিশ্বাস করি অবিলম্বে যুদ্ধ বন্ধ করা উচিত।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আবেদন করার কথাও জানিয়েছেন তিনি।
(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এসআইএস)