সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৭৪৩ টন পেঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১১:১৯ | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯

চাঁপাইনবাবগঞ্জের ৭৪৩ টন ভারতীয় পেঁয়াজ এসে পৌঁছেছে সোনামসজিদ স্থলবন্দরে। শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৬ ট্রাকে পেঁয়াজ স্থলবন্দরের ইয়ার্ডে প্রবেশ করে। বর্তমানে পেঁয়াজগুলো খালাসের অপেক্ষায় রয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণা দিলেও দেশে আমদানি হয়েছে। আমদানিকারকরা ভারতীয় পেঁয়াজ কেনার জন্য এলসি করেছিল, সে পেঁয়াজগুলো এখন স্থলবন্দরে আসছে। তবে আর কতদিন এভাবে পেঁয়াজ আসবে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করা হয়। এর ফলে চলতি বছরের ৭ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত ভারত সরকার পেঁয়াজ রপ্তানি করবে না।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/পিএস/এআর)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :