নাশকতা নির্মূল করতে সবার সহযোগিতা লাগবে: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৫:০৯ | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৩, ১৫:০৭

নাশকতা সহিংসতা দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মনে করছে এলিট ফোর্স র‌্যাব। বাহিনীটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যবাহী ট্রাক, তেলের লরি ও যাত্রীবাহী বাস স্পেশালএস্কর্টের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে বলেও জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ‘এভাবে ৪০ হাজারের বেশি পরিবহন গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে র‍্যাব। এ ক্ষেত্রে মহাসড়কে চলাচল করা যাত্রীবাহী বাস আগে সবচেয়ে বেশি নাশকতার মধ্যে পড়ত। লং রুটের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকে নাশকতা বেশি হতো, এটা অনেকটা কমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই দায়িত্ব পালন করছে, পাশাপাশি সবাই সতর্কতার সঙ্গে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চালাচ্ছে। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। অধিকাংশ ক্ষেত্রে রাস্তার পাশে থাকা বা অনিরাপদ স্থানের বাসে আগুন দেওয়ার ঘটনা বেশি ঘটছে।’

পরিবহন মালিকদের অনুরোধ জানিয়ে মঈন বলেন, ‘তাদের (পরিবহন মালিকদের) যদি আমাদের সহায়তা নেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তারা নিতে পারেন। যখন বাসগুলো তাদের নিয়ন্ত্রণে থাকছে না, তখন তাদের সিকিউরিটি ও আমাদের সিকিউরিটিসহ রাখতে পারে। সেক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা বা নাশকতা অনেকটাই কমে আসবে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন ‍র‍্যাব-৩ ও চাঁপাইনবাবগঞ্জসহ বেশ কয়েকটি ব্যাটালিয়ন বিস্ফোরক তৈরি করার মতো অনেক বস্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে। বড় ধরনের নাশকতা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। নাশকতা নির্মূল করতে গেলে আমাদের সবার সহযোগিতা লাগবে।’

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক আর্চারি চ্যাম্পিয়নশিপে ১৪টি পদক পেল বাংলাদেশ পুলিশ

ফাঁসতে যাচ্ছেন অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান! কী অভিযোগ তার বিরুদ্ধে?

সিনিয়র সচিব হলেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মশিউর রহমান

শেরপুরের এসপিকে বদলি, নতুন দায়িত্বে আকরামুল হোসেন

দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন

এএসপি হলেন ৪৫ পুলিশ পরিদর্শক

অবসরে যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

গুজব ছড়িয়ে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ অতিরিক্ত আইজিপির

পুলিশের স্টিকারযুক্ত গাড়ি দেখলেই তল্লাশি করতে হবে, কেন এ নির্দেশ ডিএমপি কমিশনারের

ডিএমপির দুই এডিসিকে বদলি

এই বিভাগের সব খবর

শিরোনাম :