যুবদল নেতা নয়নের সাজা বাতিলের দাবিতে মাগুরায় বিক্ষোভ

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৬

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব এসএম রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে আদালত কর্তৃক সাজা প্রদানের প্রতিবাদ এবং তা বাতিলের দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। নয়নের গ্রামের বাড়ি মাগুরা জেলায়।

শুক্রবার দুপুরে মাগুরা শহরের ভায়নার মোড় থেকে মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের গেট গিয়ে শেষ হয়।

মিছিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মো. ফারুকুজ্জামান, মিহির কান্তি বিশ্বাস এবং সদস্য মো. আমিনুর রহমান খান পিকুল।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন শরীফ, মো. শরিফুল ইসলাম মিটুল, সদস্য সাক্কু হোসেন, তাওহিদ ইসলাম, সোহেল রানা, জনি বিশ্বাস।

এ ছাড়াও যুবদল নেতা মো. আমিনুজ্জামান অপু, মো. এনায়েত হাসান বকুল, স্বেচ্ছাসেবক দলের মো. সোহেল বিশ্বাস, মো. জাকির মৃধা, জেলা ছাত্রদলের এসএম আবু তাহের সবুজ, মো. ফাহিম মুন্তাসির শান্ত, মনিরুল সর্দার, মো. মাহফুজ হাসান, মো. রজব আলী, মো. হাসান, মো. রিফাত, বাধন, মো. আমিনুল ইসলাম ডিয়ারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রবিবার রাজধানীর পৃথক থানায় দায়ের হওয়া নাশকতার তিন মামলায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ৭৩ জন নেতাকর্মীর সাজা হয়েছে। তাদের মধ্যে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নও রয়েছেন।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :