লক্ষ্মীপুর-৪: জোটের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র লড়বেন দুই আ.লীগ নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৫ | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৭
(বাম দিক থেকে) জোটের প্রার্থী মোশাররফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী ইস্কান্দার মির্জা শামী ও আব্দুল্লাহ আল মামুন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী ও জাসদ নেতা মোশাররফ হোসেনকে লড়তে হবে আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে। স্বতন্ত্র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

ইতোমধ্যে এ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকালে জেলা রিটার্নিং কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রার্থীরা হলেন ১৪ দলীয় জোটের প্রার্থী মোশাররফ হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম (ট্রাক), মোহাম্মদ আবদুল্লা আল মামুন (ঈগল), স্বতন্ত্র প্রার্থী মামুনের স্ত্রী মাহমুদা বেগম (তবলা) এবং সুপ্রিম পার্টির মো. সোলাইমান (একতারা)।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে জেলার ৪টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, তৃণমূল বিএনপি ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের সর্বমোট ২৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :