সখিপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত

সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৫
অ- অ+

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় ইটবাহী একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত হয়েছেন।

শনিবার সকালে সখিপুর-সিডস্টোর সড়কের পাথারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক্টরচালকের নাম মোসাহিদ আহমেদ(২৮)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী গ্রামের নুরুন্নবীর ছেলে। এ ঘটনায় চালকের সহকারী রনি আহমেদও (২৪) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোসাহিদ শনিবার সকালে ইট বোঝাই ট্রাক্টরটি ভালুকার সিডস্টোর থেকে সখিপুরের দিকে আসছিল। উপজেলার পাথারপুর মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাক্টরটি পরিত্যক্ত চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় নিজ আসন থেকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হন চালক। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এসময় গুরুতর আহত হন চালকের সহকারী রনি। পরে আহত রনিকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে বলে জানিয়েছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান। নিহতের স্বজনরা এলে পরবর্তী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা