অবশেষে নীরবতা ভেঙে সামনে এলেন জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ২৩:৪১ | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৩, ২২:৫৫

সম্প্রতি দলীয় বর্ধিত সভায় জাপা চেয়ারম্যান বলেন, অংশগ্রহণমূলক, অবাধ-সুষ্ঠু নির্বাচন না হলে সেই নির্বাচনে গেলে জাতীয় পার্টি জাতীয় দালালহিসেবে চিহ্নিত হবে

নির্বাচনি ডামাডোলে দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে সামনে এলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরশনিবার নিজ নির্বাচনি এলাকা রংপুরে গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে অনেক দিন পর প্রকাশ্যে এলেন তিনি

শনিবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে কর্মীসভা ও রংপুর-৩ আসনে নিজের নির্বাচনি গণসংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জিএম কাদের

সারা বছর সরকারবিরোধী সমালোচনায় থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই অনেকটা নিশ্চুপ হয়ে যান নির্বাচনের আগে দলের কর্মীসভায় তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের সম্মিলিত মতামত নিয়ে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন গেল ১৪ নভেম্বর রাজধানীতে দলের কেন্দ্রীয় বর্ধিত সভায় তিনি বলেন, অংশগ্রহণমূলক, অবাধ-সুষ্ঠু নির্বাচন না হলে সেই নির্বাচনে গেলে জাতীয় পার্টি জাতীয় দালালহিসেবে চিহ্নিত হবে

তার এই বক্তব্যে জাতীয় পার্টি বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে যাবে না বলেই অনেকে ধারণা করেনদলীয় নেতাকর্মীরাও সরকার দলের অধীনে কিংবা কোনো ধরনের সমঝোতার নির্বাচনে না যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেনকিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করে

গুঞ্জণ ওঠে ২০ আগস্ট ভারত সফরে গিয়ে ভারত সরকারের মধ্যস্থতায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে এসেছেন জিএম কাদেরদলের শীর্ষ নেতারও বিষয়টি স্বীকার করেন। যা তফসিল ঘোষণার পর দৃশ্যমান হয়।

এ বিষয়ে জাপার একজন প্রেসিডিয়াম সদস্য ঢাকা টাইমসকে বলেন, জিএম কাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে তার অভিমানের কথা তুলে ধরেনপরে সে রাষ্ট্রের মধ্যস্থতায় সরকারের সঙ্গে সমঝোতা হয় জিএম কাদেরেরএ সমঝোতার কারণে বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ সরকারের কাছে গুরুত্বহীন হয়ে পড়েনযার কারণে মনোনয়ন জমা দেওয়ার শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে ব্যর্থ হন রওশন এরশাদসাক্ষাৎ পান মনোনয়নপত্র প্রক্রিয়া শেষ হওয়ার পর

দলীয় নেতারা বলছেন, সরকারবিরোধী বক্তব্য দিলেও জিএম কাদেরের সঙ্গে বিরোধ সরকারের ছিল নাতাকে প্রাধান্য না দিয়ে কেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে সরকার প্রাধান্য দেয়, এটিই তার মূল ক্ষোভ

মূলত এ কারণেই সাংবাদিকদের প্রশ্ন এড়াতে গণমাধ্যমকে এড়িয়ে চলেন জি এম কাদেরজাপা নেতারা বলছেন, গণমাধ্যমকর্মীদের প্রশ্নের মুখোমুখি হতে চাননি তিনি

জিএম কাদের কেন সামনে নেই?

রংপুরে নিজের নির্বাচনি এলাকায় গণসংযোগ শুরু করে নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে এই প্রথম মুখ খোলেন জাপা চেয়ারম্যানতিনি বলেন, আমাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছেরয়েছে আর্থিক সংকটসেই সঙ্গে নির্বাচনে না আসলে দল বিভক্ত হয়ে যেতে পারেআর যখন দেখছি, সরকার যেকোনো মূল্যে নির্বাচন করবে; সেই অবস্থা বিবেচনা করেই আমাদের নির্বাচনে অংশ নেওয়াতবে আমরা সরকারের সঙ্গে আলোচনা করেই নির্বাচনে এসেছিসুষ্ঠু নির্বাচন, অর্থ এবং পেশিশক্তির ব্যবহার যেন না হয় সে সব প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে আমাদের দেওয়া হয়েছে

নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে জাপা চেয়ারম্যান আরও বলেন, দলের ভেতর সবসময় একটা অস্থিতিশীলতা ঢুকিয়ে রাখা হয়েছেযদি তেমন কিছু করতে যাই দল ভেঙে যাবেদলের অস্তিত্ব বিলীন হতে পারেএরকম একটা ঝুঁকি সবসময় ছিলএজন্য আমরা স্বতন্ত্র অবস্থায় থেকে রাজনীতিকে এগিয়ে নিয়েছিমূলত সংসদে থেকে দেশ ও জাতির জন্য কথা বলা এবং দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিএটা না করলে দলের ঐক্য ধরে রাখা যাবে না

এছাড়াও তিনি বলেন, এখন বাংলাদেশের সাধারণ মানুষের মনে উৎকণ্ঠা-উদ্বেগ বিরাজ করছেসামনের দিনে কী হতে পারে, সেই কারণে মানুষ উৎকণ্ঠিতযতই স্বাভাবিক বলা হোক, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে

পড়ুন: বিভক্তির হাত থেকে দল বাঁচাতে নির্বাচন করছি: রংপুরে জি এম কাদের

এদিন বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের কবর জিয়ারত করেন জি এম কাদের এরপর নগরীরর মুনশিপাড়া কবরস্থানে নিজের মা-বাবার কবর এবং মাওলানা কারামত আলীর জৈনপুরী রহ. এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি প্রচারণা শুরু করেন এরপর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে নির্বাচনি কর্মীসভায় যোগ দেন দুইটা পর্যন্ত তিনি দলীয় কর্মীসভা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক

শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

ইশরাকের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাকের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ফারুক

দেশের আর্থিক খাতে যেকোনো সময় ভয়ংকর ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে: রিজভী 

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধ অমানবিক: বাংলাদেশ ন্যাপ 

অটোরিকশাচালকদের ওপর সরকার স্টিম রোলার চালাচ্ছে: রিজভী 

মহানগর মহিলা দলের ৬ থানার কমিটি বাতিল, নেত্রীদের গণপদত্যাগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :