বরগুনায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ 

বরগুনা প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৪২ | প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৫

বরগুনার আমতলী উপজেলার হাড় পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহফুজা আক্তারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দিতে ছয় লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন নিয়োগপ্রাপ্ত নিরাপত্তাকর্মীর অভিভাবক।

হাড়পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী জাকির হোসেনের ছেলে মো. বেলাল নিরাপত্তাকর্মী পদে আবেদন করেন। চাকরি নিশ্চিত করতে বেলালের বাবা জাকির হোসেন ও মা নাজমুন নাহারের কাছ থেকে প্রধান শিক্ষিকা মাহফুজা আক্তার ছয় লাখ টাকা নিয়েছেন বলে জানান তারা।

পরবর্তীতে বেলালের নিয়োগ প্রক্রিয়া শেষ করে প্রধান শিক্ষিকা আরও দুই লাখ টাকা দাবি করছেন বলে অভিযোগ করছেন তারা।

এ বিষয়ে প্রধান শিক্ষিকা মাহফুজা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে জিজ্ঞেস না করে সভাপতির সঙ্গে কথা বলেন।

জানতে চাইলে প্রতিষ্ঠানের সভাপতি নান্নু মিয়া বলেন, আমি ফোনে কথা বলতে রাজি নই।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, বিষয়টি জেনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :