কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর ও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৯:৫০
অ- অ+

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়াসহ কর্মীকে মারধর ও অবৈধ অস্ত্র দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার অফবিট রেস্তোরাঁয় ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

মিজানুর রহমান বলেন, দলের অনুমতি নিয়েই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছি। কিন্তু নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুজিবুল হক সাহেবের অনুসারীরা আমার কর্মীদের প্রচারণা করতে বাধা দিচ্ছে। আমার পোস্টার লাগানোর পর তারা রাতের আঁধারে সেগুলো ছিঁড়ে ফেলছে। আমার সমর্থকদের গায়ে হাত তুলে তাদেরকে আহত করে ও তাদের বাড়িঘর ভাঙচুর করছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আমি আমার নির্বাচনি প্রচারণার কাজ নির্বিঘ্নে চালাতে পারছি না। আমি প্রশাসনের কাছে এই ঘৃণিত কাজের বিচার চাই।

এ সময় উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল সোবাহান ভূইয়া হাসান, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/প্রতিনিধি/জেডিসি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা