নড়াইল-২: প্রচারণায় ব্যস্ত ওয়ার্কার্স পার্টির প্রার্থী

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। হাতুড়ি প্রতীক নিয়ে প্রতিদিন ছুটছেন বিভিন্ন গ্রাম-গঞ্জ শহরসহ পাড়া-মহল্লায়। নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারেও আশাবাদী সাবেক এই সংসদ সদস্য। হাফিজুর রহমান বলেন, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলাম। সেই সময় তৃণমূল মানুষের কাছাকাছি গিয়েছি। তাদের সুখ-দুঃখ দেখেছি। সাধারণ মানুষের চাহিদা মোতাবেক উন্নয়ন করেছি। এবারের নির্বাচনেও আমি ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটাররা আমাকে আবারো সংসদ সদস্য নির্বাচিত করতে চান।

তিনি বলেন, সাধারণ মানুষ তাদের সুখ দুখের সাথীকে ভোট দিবে। কারো নামের উপর ভোট দিবে না।

এ আসনের অন্য প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ক্রিকেটার ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রন্টের লতিফুর রহমান ইসলামী ঐক্যজোটের মাহবুবুর রহমান। এদিকে মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে নড়াইল- আসনে স্বতন্ত্র প্রার্থী লায়ন নূর ইসলাম তার প্রার্থীতা ফিরে পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশা করছেন সাধারণ ভোটাররা।

(ঢাকা টাইমস/২৭ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :