নাগেশ্বরীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৭:২৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার কাউছার আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার, আল-আসাদ মো. মাহফুজুল ইসলাম। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন, কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন ও নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :