আম্পায়ার লিফটে আটকা, বন্ধ থাকল খেলা!

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৩:০৮

বিচিত্র অনেক কারণে খেলা বন্ধ থাকার বহু নজির আছে। তবে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে মজার এক কারণে সাময়িক বন্ধ ছিল খেলা। তীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা মাঠে নামলেও থার্ড আম্পয়ার লিফটে আটকা পড়ায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল খেলা।

মেলবোর্নে রোমাঞ্চকর এক লড়াই হচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে। তৃতীয় দিনের শুরুতেই পাকিস্তানকে অল আউট করে ৫৪ রানের লিড পেয়ে যায় অজিরা। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শাহিন আফ্রিদি ও মির হামজার বোলিং তোপে মাত্র ১৬ রানেই ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। যদিও সে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া।

তবে তার আগে এক মজার ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, লাঞ্চের পর যখন দ্বিতীয় সেশনের খেলা শুরু হবে, তার আগে লিফটে আটকা পড়েন থার্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। তখন রিজার্ভ আম্পায়ার ফিলিপ গিলেসপিকে বাউন্ডারি লাইন থেকে দৌড়ে গিয়ে তৃতীয় আম্পায়ারের কামরায় বসতে হয়েছে। যার কারণে কিছুটা দেরিতে দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়।

কিছুক্ষণ দেরি হলেও শেষ পর্যন্ত হাসি মুখেই নিজের আসনে বসেন থার্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :