ফরিদপুর-৩

ভয়ার্ত পরিবেশ তৈরি করেছে নৌকার প্রার্থী, নিরপেক্ষ নেই পুলিশও: এ কে আজাদ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৪, ১৬:১২| আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৬:২০
অ- অ+
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ।

আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শামীম হক তার সমর্থকদের দিয়ে ভয়ার্ত পরিবেশ সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। একই সঙ্গে পুলিশ প্রশাসনও নিরপেক্ষ না থেকে একপেশে আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি।

শনিবার দুপুর ১২টায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

এ কে আজাদ বলেন, আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার একজন সৈনিক। শেখ হাসিনার চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রগতির জন্য যা যা করা দরকার তাই করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণের লক্ষ্যে ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি।

তিনি বলেন, বাংলাদেশকে বেকারত্ব ও ক্ষুধা মুক্ত করার এই মিশনে ঈগলের পক্ষে জনসমর্থন দেখে ভীত হয়ে পড়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শামীম হক ও তার সমর্থকরা। সুষ্ঠু ও অবাধ নির্বাচনে বারবার নানা কায়দায় বাধার সৃষ্টি করছেন তারা।

গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে ঈগল সমর্থক নেতাকর্মীদের হামলা মামলা ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করে একে আজাদ বলেন, এসব ঘটনায় মামলা করা হলেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে এ কে আজাদ বলেন, আমার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে পুলিশ। তারা যাতে বাসায় না থাকেন এই ভয়ও দেখানো হচ্ছে। এতে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ করার আহ্বান জানান স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা