জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় কাজে ফিরেছে পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ১৩:৫৪
অ- অ+

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় কাজে ফিরেছেন গাজীপুরের শ্রীপুরে নতুন কাঠামোতে বেতনের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় কাজে যোগ দেন তারা।

এর আগে সকাল ৯টা থেকে শ্রীপুর পৌরসভার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস লিমিটেডের কয়েক হাজার শ্রমিক মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কর্তৃপক্ষের সঙ্গে মধ্যস্থতা করে আন্দোলনরতদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। বিষয়টি নিয়ে একাধিকবার কারখানার কর্তৃপক্ষের কাছে গেলেও তারা কোনো সুরাহা না করায় আমরা আন্দোলনে নেমেছি।

শ্রমিকরা আরও জানান, বছর শেষে ছুটি ভাতা পরিশোধ না করে জোর করে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ। এ ছাড়া ওভারটাইমসহ নানা বিষয়ে অসংগতি রয়েছে।

ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন বলেন, আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

(ঢাকাটাইমস/১১জনুয়ারি/পিএস)।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা