পাঁচবিবিতে ডায়রিয়ার প্রকোপ, শিশুসহ শতাধিক আক্রান্ত, হাসপাতালে স্যালাইন সংকট

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৪, ১৫:০৯| আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৫:১১
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবিতে শীত জনিত রোগের প্রকোশ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুসহ শতাধিক ডায়রিয়া রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। রোগীর অত্যধিক চাপে হাসাপাতালে দেখা দিয়েছে স্যালাইন সংকট। খোলা বাজার থেকে দ্বিগুণ দামে স্যালাইন কিনতে হচ্ছে রোগীদের। ফলে বিপাকে পড়ছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন শিশুসহ শতাধিক রোগী। এসব রোগীর মধ্যে শূন্য থেকে পাঁচ বছরের শিশু রয়েছে ৩৭ জন ও পাঁচ বছর থেকে সব বয়সি নারী-পুরুষ রয়েছেন ৬০ জন।

হাসপাতালের নার্সরা বলছেন, দীর্ঘদিন যাবৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগী জন্য স্যালাইন সরবরাহ নেই।

এছাড়া ডায়রিয়া রোগীর ইনজেকশন ও শিশুদের ক্যানোলা সংকটও আছে। এসব সীমাবদ্ধতার মধ্যেই রোগীদের চিকিৎসা দিচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

রোগীর স্বজনরা জানান, কয়েক দোকান ঘুরে স্যালাইন পাওয়া গেলেও বেশি দামে কিনতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক শহরের এক ওষুধ বিক্রেতা জানান, কিছুদিন আগে যখন স্যালাইনের সংকট ছিল তখন এসব স্যালাইন ২৫০ থেকে ৩০০ টাকা মূল্যেও বিক্রি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোলাইমান হোসেন মেহেদী বলেন, আমাদের হাসপাতালে কিছুটা সংকট রয়েছে। এক সঙ্গে বেশি পরিমাণে রোগী হাসপাতালে ভর্তি হলে সমস্যা দেখা দেয়। আপদকালীন সময়ের জন্য হাসপাতালে যে পরিমাণ স্যালাইন মজুত থাকার কথা সেটি নেই। তার পরও রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জেডআরএফের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ
বোনকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সোহেল তাজের সাক্ষাৎ
সংযুক্ত আরব আমিরাত থেকে বিনা মাসুলে রেমিটেন্স পাঠানোর সুবিধা চালু করেছে জনতা ব্যাংক
চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি: সালাহউদ্দিন আহমদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা