ফেনীতে ভুয়া ডাক্তার আব্দুল মান্নানকে জরিমানা ও চেম্বার সিলগালা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৪, ২২:৪৭

ফেনীর দাগনভূঞায় আব্দুল মান্নান নামে এক ভুয়া ডাক্তারকে ১০ হাজার টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম সহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ওই ভুয়া ডাক্তারকে জরিমানা ও চেম্বার সিলগালা করেন।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আব্দুল মান্নান সার্টিফিকেটের অরজিনাল কপি দেখাতে পারেন নাই, ফটোকপিতে সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে পাওয়া যায়নি। তিনি নিজেও স্বীকার করেছেন তিনি যে ফাংগালের ওষুধ দিচ্ছেন এধরণের ওষুধ তিনি দিতে পারেন না। এছাড়াও তার ফার্মেসিতে মুরগির ওষুধ রেখেছেন যেগুলো মানুষের ওষুধের ফার্মেসিতে রাখার নিয়ম নেই। ফ্রিজের টেম্পারেচার মিটার নেই।

দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন বলেন, সার্টিফিকেটের অরজিনাল কপি নাই ফটোকপিতে সিরিয়াল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে পাওয়া যায়নি, ফ্রিজের টেম্পারেচার মিটার নেই, মুরগির ওষুধ, অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ১০ হাজার টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করে দেয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :