গাজীপুরে আবারও ট্রেন লাইনচ্যুত

গাজীপুরে আবারও ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় বুধবার সকাল ৮টার দিকে ইঞ্জিন পাল্টানোর সময় লাইনচ্যুত হয় তুরাগ কমিউটার ট্রেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এর আগে, ঢাকা-সিলেট রেললাইনের মনতলা স্টেশনের কাছে লাইনচ্যুত হয় তেলবাহী ট্রেনের একটি বগি। ২৪ ডিসেম্বর বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সর্বশেষ গত বছরের ১৩ ডিসেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসা ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এ দিন ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী জানান, সকালের দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশন ছেড়ে গাজীপুর অভিমুখী তুরাগ কমিউটার ট্রেন। জয়দেবপুর জংশনে আসার ইঞ্জিন পরিবর্তন করার সময় জয়দেবপুর জংশন এলাকায় ৪নং লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ওই ট্রেনটি আর ঢাকা যেতে পারেনি।
তিনি আরও জানান, ওই ট্রেনযোগে ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রীদের অন্য ট্রেনে তুলে দেওয়া হয়েছে। জংশন এলাকায় একাধিক লাইন থাকায় অন্য ট্রেনের যাতায়াত বিঘ্নিত হয়নি। বেলা ১১টার দিকে উদ্ধারকারী দল ইঞ্জিনটির উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোনো সিগন্যাল ছাড়াই ইঞ্জিন পরিবর্তন করতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/জেডএম)

মন্তব্য করুন