গাজীপুরে আবারও ট্রেন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ১১:৪৮| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১১:৫১
অ- অ+

গাজীপুরে আবারও ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় বুধবার সকাল ৮টার দিকে ইঞ্জিন পাল্টানোর সময় লাইনচ্যুত হয় তুরাগ কমিউটার ট্রেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এর আগে, ঢাকা-সিলেট রেললাইনের মনতলা স্টেশনের কাছে লাইনচ্যুত হয় তেলবাহী ট্রেনের একটি বগি। ২৪ ডিসেম্বর বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সর্বশেষ গত বছরের ১৩ ডিসেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসা ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এ দিন ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী জানান, সকালের দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশন ছেড়ে গাজীপুর অভিমুখী তুরাগ কমিউটার ট্রেন। জয়দেবপুর জংশনে আসার ইঞ্জিন পরিবর্তন করার সময় জয়দেবপুর জংশন এলাকায় ৪নং লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ওই ট্রেনটি আর ঢাকা যেতে পারেনি।

তিনি আরও জানান, ওই ট্রেনযোগে ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রীদের অন্য ট্রেনে তুলে দেওয়া হয়েছে। জংশন এলাকায় একাধিক লাইন থাকায় অন্য ট্রেনের যাতায়াত বিঘ্নিত হয়নি। বেলা ১১টার দিকে উদ্ধারকারী দল ইঞ্জিনটির উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোনো সিগন্যাল ছাড়াই ইঞ্জিন পরিবর্তন করতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যেসব অভ্যাস কিডনির ক্ষতি করছে, পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ
ভারত-পাকিস্তান যতবার যুদ্ধে জড়িয়েছে
ভারতের পাঞ্জাবের অমৃতসরে ফের ব্ল্যাকআউট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা