গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পেছনের রাস্তায় ও শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহব্বত হোসেনের মেয়ে মাহাফুজা আক্তার সিমা (৬) ও শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের হাসিনা বেগম (৬২)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পেছনের রাস্তায় মাটিবহন করার সময় ট্রাক্টর চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটির চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি আটক করা হয়েছে। অপর দিকে শান্তিরাম গ্রামে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/ ইএইচ)
মন্তব্য করুন