পিয়ংইয়ং সফরে ইচ্ছুক পুতিন: উত্তর কোরিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই পিয়ংইয়ং সফরের ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই। গত সপ্তাহে রাশিয়া সফরকালে হুইয়ের সঙ্গে বৈঠকে পুতিন এই ইচ্ছা প্রকাশ করেন বলে জানায় রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। খবর রয়টার্সের।
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সহকারী অফিসের বরাতে কেসিএনএ বলেছে, পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সফরের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন।
রয়টার্স বলছে, দুই দশকেরও বেশি সময়ের মধ্যে উত্তর কোরিয়ায় এটি হবে রুশ নেতার প্রথম সফর।
সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কিমের আমন্ত্রণে পুতিনের উত্তর কোরিয়া সফর ‘অদূর ভবিষ্যতে’ হবে বলে আশা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই সফরের কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।
কেসিএনএ জানিয়েছে, ১৯৯৯ সালে বরিস ইয়েলৎসিনের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর পুতিন কিম জং উনের পিতা কিম জং ইলের সঙ্গে বৈঠকের জন্য জুলাই ২০০০ সালে পিয়ংইয়ং সফর করেছিলেন।
এর আগে পেসকভ বলেছিলেন, গত সেপ্টেম্বরে রাশিয়া সফরের সময় পুতিনকে উত্তর কোরিয়ায় আমন্ত্রণ জানিয়েছিলেন কিম।
প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে কিম এবং পুতিনের ক্রমবর্ধমান সম্পর্ক ওয়াশিংটন এবং তার মিত্রদের উদ্বিগ্ন বাড়িয়েছে। রাশিয়াকে তার ইউক্রেনের সামরিক অভিযানে সমর্থন ও সংহতি জানায় উত্তর কোরিয়া। অন্যদিকে উত্তর কোরিয়ার সার্বভৌম অধিকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য নিন্দা ও পিয়ংইয়ংয়ের পাশে দাঁড়িয়েছে মস্কো।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এমআর)

মন্তব্য করুন