‘ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা বৈধতার চক্রান্ত রুখে দিতে হবে’

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৪, ২০:৪৫

ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা বৈধতার চক্রান্ত রুখে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। তারা বলেছেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় আমেরিকার সমকামীতার এজেন্সি নিয়ে এ দেশে পশু বানানোর চক্রান্ত করছে। শিক্ষা কারিকুলাম সংশোধনেরও দাবি জানিয়েছেন তারা।

সোমবার এক যৌথ বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন, সহ-সভাপতি মোহাম্মদ হানিফ মেম্বার, সুলতান আহমদ খান, সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি হাজী শাহীন আহমাদ এসব বলেন।

বিবৃতিতে তারা বলেন, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা বৈধতার চক্রান্ত রুখে দিতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় আমেরিকার সমকামিতার এজেন্সি নিয়ে এদেশে মানুষদেরকে পশু বানানোর চক্রান্ত করছে। শিক্ষা কারিকুলাম সংশোধন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের ঈমান আমলের হেফাজতের স্বার্থে সকলকে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে। তারা ব্র্যাক ব্যাংক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আড়ং, বিকাশ বয়কট আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।

নেতারা বলেন, এই শিক্ষা ব্যবস্থার বড় অসারতা হলো - শিক্ষার্থীদের ডিভাইসমুখী করা, নম্বরভিত্তিক পরীক্ষা পদ্ধতি উঠিয়ে দেওয়া, পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা বাদ দেওয়া, নবম শ্রেণিতে বিভাগ উঠিয়ে দেওয়া, নাচ- গানকে প্রমোট করা, কৌশলে ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করা।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

পথচারীদের মাঝে তৃতীয় দিনের মতো পানি ও স্যালাইন বিতরণ জাপার

মুক্তি দেওয়া হচ্ছে হেফাজতের মামুনুল হককে, আভাস দিলেন নেতারা

গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী 

উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: সালাম

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ: প্রিন্স

কাল্পনিক কাহিনি বানিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন: দুদিনে আ.লীগের ১৭টি মনোনয়ন ফরম বিক্রি

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পদ প্রাপ্তি নিয়ে নানা গুঞ্জন, প্রশ্ন

এই বিভাগের সব খবর

শিরোনাম :