পারিবারিক ভিসার ক্ষেত্রে কঠোর হলো কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৩

নির্ভরশীল ভিসার আবেদন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘোষণা করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নিয়মে প্রবাসীদের পারিবারিক ভিসা প্রদানের ক্ষেত্রে আরও কঠোর হয়েছে তেলসমৃদ্ধ দেশটি। রবিবার (২৮ জানুয়ারি) থেকেই কার্যকর হবে নতুন এই নিয়ম।

সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের নির্দেশনায় ভিসার নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

নতুন নিয়ম অনুযায়ী, যে প্রবাসী পারিবারিক ভিসার মাধ্যমে পরিবারের সদস্যদের নিয়ে আসতে চান তাদের মাসিক আয় কমপক্ষে ৮০০ দিনার হতে হবে। একই সঙ্গে ভিসার আবেদনকারীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে এবং চাকরি অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সমান হতে হবে।

গালফ নিউজ বলছে, ভিসার নিয়মে পরিবর্তন আনার অন্যতম কারণ হলো, কুয়েত চায় এ ভিসার মাধ্যমে যেন তাদের দেশে শিক্ষিত এবং দক্ষ প্রবাসীরা আসুক।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :