মারা গেলেন বড় ভাইয়ের দায়ের কোপে আহত হওয়া সেই ছোট ভাই

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৪, ১৯:৫৬
অ- অ+

অবশেষে মারা গেলেন বড় ভাইয়ের দায়ের কোপে আহত হওয়া ছোট ভাই কৌশিক (৩৭)সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত কৌশিক আহমেদ উপজেলার কাচিনা গ্রামের আলী আহমেদের ছেলে।

এর আগে গত ২১ জানুয়ারি জমির দলিলের জন্য কৌশিকের বড় ভাই কাউসার আহমেদ তার মা কুলসুম বেগমকে গালমন্দ করলে কৌশিক প্রতিবাদ করে। ঘটনায় ক্ষিপ্ত হয়ে কাউসার দা দিয়ে কুপিয়ে তাকে আহত করেন।

স্থানীয়রা আহত কৌশিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা নিয়ে তিনি শ্বশুরবাড়ি চলে যান। গত রবিবার (২৮ জানুয়ারি) রাতে কৌশিক আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ জানুয়ারি) তিনি মারা যান।

ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় গত ২২ জানুয়ারি কৌশিকের মা কুলসুম বেগম বাদী হয়ে কাউসারসহ চারজনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে কাউসার পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে প্রতিবন্ধী তরুণীকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা 
নুসরাত ফারিয়ার বিষয়ে তদন্ত হচ্ছে, নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন দুই মাসের মধ্যে মারা যেতে পারেন: লরা লুমার
ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি: নজরুল ইসলাম খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা