মারা গেলেন বড় ভাইয়ের দায়ের কোপে আহত হওয়া সেই ছোট ভাই

অবশেষে মারা গেলেন বড় ভাইয়ের দায়ের কোপে আহত হওয়া ছোট ভাই কৌশিক (৩৭)। সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত কৌশিক আহমেদ উপজেলার কাচিনা গ্রামের আলী আহমেদের ছেলে।
এর আগে গত ২১ জানুয়ারি জমির দলিলের জন্য কৌশিকের বড় ভাই কাউসার আহমেদ তার মা কুলসুম বেগমকে গালমন্দ করলে কৌশিক প্রতিবাদ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে কাউসার দা দিয়ে কুপিয়ে তাকে আহত করেন।
স্থানীয়রা আহত কৌশিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা নিয়ে তিনি শ্বশুরবাড়ি চলে যান। গত রবিবার (২৮ জানুয়ারি) রাতে কৌশিক আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ জানুয়ারি) তিনি মারা যান।
ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় গত ২২ জানুয়ারি কৌশিকের মা কুলসুম বেগম বাদী হয়ে কাউসারসহ চারজনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে কাউসার পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন