চারা উৎপাদন ও বিপণনে সফল ফেনী হর্টিকালচার সেন্টার

​​​​​​​ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৪, ১৩:০৭| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৩:১৪
অ- অ+

চারা উৎপাদন ও বিপণনে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ফেনী হর্টিকালচার সেন্টার। চারদিকে সুনাম ছড়িয়ে পড়া এ সেন্টার থেকে চারা কিনছেন ফেনীসহ পার্শ্ববর্তী জেলার মানুষ। এ থেকে প্রতি অর্থবছরে প্রায় ২০ লাখ টাকা সরকারের রাজস্ব খাতে দিতে পারছে সেন্টারটি। ব্যবসা করার উদ্দেশ্য না নিয়ে সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে স্বল্পমূল্যে গুণগতমানের চারা বিক্রি করা হয় বলে জানান উদ্যান কর্মকর্তারা।

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় অবস্থিত এ সেন্টারে উৎপাদন হচ্ছে প্রায় অর্ধশতাধিক জাতের ফুল, ফল ও ঔষধি গাছের চারা।

ফুলের মধ্যে রয়েছে গোলাপ, জবা, বেলি, গন্ধরাজ ও পাতাবাহার। ফলের মধ্যে নারিকেল ভিন্ন জাতের আম, পেয়ারা, আতাফল, সফেদা, জামরুল, জলপাই, ড্রাগন ফল, বিভিন্ন জাতের কলা, কাঁঠাল, আমলকী, অরবরই, চালতা, লেবু, কামরাঙা, হরীতকী, বাউকুল, আপেল কুল, জাম্বুরা, নাশপাতি, কামরাঙা, মাল্টা, আমড়া ও লিচু।

মসলা জাতীয় চারার মধ্যে রয়েছে এলাচি ও তেজপাতা। এছাড়া দেশি মরিচ, পটকা মরিচ, বেগুন, হাইব্রিড লাউ, তাল বেগুন ও স্কোয়াশসহ নানা জাতের দেশি-বিদেশি সবজির চারাও পাওয়া যায় এখানে।

ফেনী হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা আহসান মো. আবদুল্লাহ্ জানান, এ সেন্টারে সরকার নির্ধারিত দামে চারা বিক্রি করা হয়। আর তা থেকে বছরে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব জমা দেওয়া হয়।

সেন্টারটিতে চারা কিনতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সহনীয় দামের সঙ্গে মানসম্মত চারা পাওয়া যাওয়ায় তারা এখান থেকে চারা কিনেন।

ফেনী হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বাণিজ্যিকভাবে সাড়া পাওয়া যায় এমন ফল, ফুল, শাকসবজির বিভিন্ন জাত নিয়ে আমরা কাজ করি। এখানে সবসময় সরকারি দামে ও সুলভ মূল্যে কৃষক ও বাগানিরা তাদের চাহিদা অনুযায়ী চারা কিনতে পারেন।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে প্রতিবন্ধী তরণীকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা 
নুসরাত ফারিয়ার বিষয়ে তদন্ত হচ্ছে, নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন দুই মাসের মধ্যে মারা যেতে পারেন: লরা লুমার
ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি: নজরুল ইসলাম খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা