বিপিএল: হাই-ভোল্টেজ ম্যাচে কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের সিটের পর্বে আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
ঢাকা ও সিলেট পর্ব মিলিয়ে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে দুই ম্যাচে জয়ও এক ম্যাচে হার দিয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে আছে কুমিল্লা। রিজওয়ান লিটনরা নেই ছন্দে তাদের কাছে এ ম্যাচে রান চাইবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগের ম্যাচের মতো এ ম্যাচেও কোচ সালাউদ্দিনের তুরুপের তাস হতে পারেন মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম। বিপিএলের প্রত্যাবর্তনে ৩০, পরের ম্যাচেই ১৭ রানে ৪ উইকেট। আলিসও প্রস্তুত চ্যালেঞ্জটা নিতে।
অন্যদিকে ৪ ম্যাচে খেলে দুই জয় ও দুই পরাজয় নিয়ে কুমিল্লার ঠিক নিচেই আছে রংপুর। আজকের ম্যাচ জিতে নিজেদের অবস্থান আরও উপরে নিতে বদ্ধপরিকর সাকিবের রংপুর।
তবে রংপুরের বড় অস্বস্তি আছে টপ অর্ডার নিয়ে, আলাদা করে বললে দীর্ঘসময় ফর্মহীন রনি তালুকদার। তবে বাবর আজম বুঝিয়ে দিচ্ছেন তার জাত। সিলেটের উইকেটে স্পিনাররা প্রায় প্রতি ম্যাচেই গড়ছেন পার্থক্য বিষয়টা মাথায় রেখেই সাজানো হয়েছে গেমপ্ল্যান।
কুমিল্লা রংপুর বিগ ম্যাচে আছে আরও একটা দ্বৈরথ। দুই হাইপ্রোফাইল দেশি কোচ সোহেল ইসলাম আর সালাউদ্দিনের লড়াই। যেন কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। তবে শুধু মর্যাদার লড়াই নয় এ ম্যাচের জয়ী দল উঠে যাবে পয়েন্ট টেবিলের তিনে।
রংপুর রাইডার্স একাদশ
বাবর আজম, রনি তালুকদার, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, ফজলে মাহমুদ, হাসান মাহমুদ, রিপন মন্ডল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, খুশদিল শাহ, তানভীর ইসলাম, রোস্টন চেজ, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফর্ড ও আলিস ইসলাম।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন