চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সাকিবের রংপুর

১৯ জানুয়ারি পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের। ঢাকার পর সিলেট ঘুরে বিপিএলের দশম আসর এখন পুনরায় ঢাকায় চলে এসেছে। তবে বিপিএলে আজ শেষ হচ্ছে ঢাকাপর্বের দ্বিতীয় ধাপের খেলা। এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে।
আজ শনিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
কয়েন নিক্ষেপে ভাগ্য সহায় হয়েছে রংপুরের। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে আগে বোলিং করবে শুভাগত হোমের চট্টগ্রাম।
ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা খুলনা টাইগার্সকে হটিয়ে শীর্ষস্থান দখল করে নেয় সাকিবের রংপুর। ঢাকা পর্বে দুই ম্যাচে একটিতে জয় ও একম্যাচে পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করা রংপুর সিলেটে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নেয়। এরপর ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৬০ রানের বড় জয় পায় রংপুর। আর তাতে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান পোক্ত করেছে রংপুর। আজকের ম্যাচ জিতে টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত পোক্ত করতে চাইবে সাকিবের রংপুর।
অন্যদিকে ভালো অবস্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে তারা। চলমান ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে তামিমেম ফরচুন বরিশালকে ১৬ রানে হারিয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নাম্বারে অবস্থান করে তারা। কিন্তু গতকাল ঢাকাকে বিশাল ব্যবধানে হারিয়ে দুই নাম্বারে চলে আসে কুমিল্লা। তাই আজকের ম্যাচ জিতে প্লে অফের দৌঁড়ে এগিয়ে থাকতে চাইবে তারা। রংপুর রাইডার্স একাদশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, মেহেদি হাসান, শামীম হোসেন পাটওয়ারী, হাসান মাহমুদ, আশিকুর জামান, টম মুরস, জেমস নিশাম, রিজা হেনড্রিক্স, ইমরান তাহির।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
জস ব্রাউন, টম ব্রুস (উইকেটরক্ষক), সালাউদ্দিন শাকিল, শাহাদাত হোসেন, কার্টিস ক্যাম্ফার, সৈকত আলী, শুভাগত হোম (অধিানায়ক), নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান।
(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন