ঢাকা-৫ আসনকে আধুনিক শিক্ষাজোন হিসেবে গড়ে তোলা হবে: সজল মোল্লা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪২
অ- অ+

ঢাকা-৫ আসনের এমপি মশিউর রহমান মোল্লা সজল বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মধ্যদিয়ে দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ঢাকা-৫ নির্বাচনি এলাকার কদমতলী (আংশিক) ও ডেমরা-যাত্রাবাড়িকে আধুনিক শিক্ষা জোন হিসেবে গড়ে তোলা হবে। এই এলাকায় কোনো শিক্ষার্থীর লেখাপড়া যাতে বন্ধ না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে।

রবিবার পাড়া ডগাইর স্কুল এণ্ড কলেজর এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সজল বলেন, শিক্ষার্থীদেরকে নতুন নতুন দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করতে হবে। ভালো ফলাফল মানেই ভালো চাকরি এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বাস্তব শিক্ষার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলাই জাতির পিতার স্বপ্ন ছিল। সে লক্ষ্যে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করে এগিয়ে যেতে হবে।

ঢাকা-৫ আসনের নবনির্বাচিত এই এমপি বলেন, আমার প্রয়াত বাবা বলতেন— ‘দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা আমার প্রথম চাওয়া। এই স্লোগানের মধ্য দিয়ে তিনি একটি অবহেলিত এলাকাকে আজকে সুপরিচিত করেছেন। বাবার সেই ধারা অব্যহত রেখে এবং আপনাদের সকলের সহযোগিতায় ঢাকা-৫ নির্বাচনি এলাকাকে শিক্ষাজোন হিসেবে গড়ে তুলার চেষ্টা করবো।

সজল আরও বলেন, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ কে কার লোক, এটি বিবেচনায় নেবেন না। তাহলে আমরা ভালো কাজ থেকে পিছিয়ে পড়বো। সবাইকে মনে রাখতে হবে আমরা যারা মুক্তিযোদ্ধের চেতনায় পথ চলি। সবাই শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সকলে মিলেমিশে কাজ করে আমাদের সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমাদেরকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।

পাড়া ডগাইর স্কুল এণ্ড কলেজর ম্যানেজিং কমিটির সভাপতি মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো.রুহুল আমিন মোল্লা, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আমিরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো. নজরুল ইসলাম ও শাহাদাৎ হোসেন, ৬৪ নং ওয়ার্ডের ৫নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব কীরন মানিক ও শামীম শিকদার স্ট্যান্ডার্ড স্কুল এণ্ড কলেজর অধ্যক্ষ মো. শামীম শিকদার প্রমুখ।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/জেএ/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল-ব্যাটারিচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
তারেক রহমানের নেতৃত্বে সকল চক্রান্তের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা প্রস্তুত: নীরব 
দুর্নীতি, লুটপাট ও হানাহানির রাজনীতি বন্ধে ছাত্রজনতার ঐক্য জরুরি: ডা. ইরান
স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাওলানা আবদুল হালিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা