ভালোবাসা দিবসে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে কালো গোলাপ

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস মানেই বাহারি ফুলের সমারোহ। তবে সবসময়ই প্রিয় মানুষটিকে চমক দিতে বিশেষ কিছু ফুল উপহার হিসেবে দেওয়া হয়ে থাকে। সামর্থ্য অনুযায়ী সবাই বাহারি জাতের ফুল কিনে থাকেন প্রিয় মানুষটির জন্য। এবার শাহবাগের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ব্ল্যাক রোজ (কালো গোলাপ)। দেশ বিদেশে এই কালো গোলাপের কদর বেশ বেশি। সচরাচর এই কালো রঙের ফুল সবার চোখে পড়ে না।
একটা সময় ছিল যখন কালো গোলাপ বলতে অশুভ কিছু বোঝানো হত। মৃত্যুর প্রতীক হিসেবে কালো গোলাপকে ধরা হতো। তবে এখন সাধারণত কালো গোলাপ বলতে নতুন শুরু অথবা সূচনাকে বোঝানো হয়। কাউকে নতুন শুরুর শুভকামনা জানাতে কালো গোলাপ উপহার দিতে দেখা যাচ্ছে।
শাহবাগের বেশ কয়েকটি দোকানে কালো গোপাল চোখে পড়েছে। এই গোলাপগুলোর দাম চাওয়া হচ্ছে অনেক বেশি। তবে অনেকেই দোকানগুলোতে কালো গোলাপ দেখতে ভিড় জমাচ্ছেন। প্রকারভেদে একেকটি কালো গোলাপ বিক্রি করা হচ্ছে ৬-৮ হাজার টাকার মধ্যে। কিছু কিছু কালো গোলাপ আবার ১২শ থেকে ৩ হাজার টাকার মধ্যেও বিক্রি হচ্ছে। কমদামি এসব গোলাপের মান কিছুটা নিম্নমানের হওয়ায় এগুলো কম রাখা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শফিকুল নামের ফুল দোকানি ঢাকা টাইমসকে বলেন, “কালো গোলাপ মানুষকে খুব আকৃষ্ট করে। তবে দাম বেশি হওয়ায় অনেকেই নিচ্ছেন না। কিছু সংখ্যক কালো গোলাপ বিক্রি হয়েছে। এই জাতের ফুল নিম্ন ও মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরেই বলা চলে।
কালো গোলাপের একটি আকর্ষণীয় ইতিহাস রয়েছে। বলা হয়, কালো গোলাপ আবেগপ্রবণ প্রেম থেকে গভীর ঘৃণা পর্যন্ত প্রতীক ধারণ করে। ফুলের জগতে গোলাপ সবচেয়ে জনপ্রিয় এবং লোভনীয়। এগুলো প্রাচীন সভ্যতায় লালিত ছিল এবং মহান শাসকদের সমাধি এবং চিত্রকর্মগুলোতেও গোলাপের উপস্থিতি পাওয়া গেছে।
পপ সংস্কৃতির যুগে প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে এই কালো গোলাপ। সাধারণত একটি দুঃখজনক প্রেম বা বিপদ হিসেবে ব্যবহার হতো এই ফুল। কালো গোলাপ সাহিত্য এবং পপ সংস্কৃতির মাধ্যমে যুগে যুগে প্রাধান্য পেয়েছে। বর্তমানে কালো গোলাপ খুবই বিরল একটি ফুল। তবে রহস্য এবং বিরলতার কারণে এটি যুগ যুগ ধরে মানুষের কাছে বিখ্যাত হয়ে রয়েছে। বর্তমানে ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুনে এই ফুল দাম বেশি হলেও বেশ আকর্ষণীয়
(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এইচএম/এফএ)

মন্তব্য করুন