টেকনাফে এক জেলের জালে ৪শ কেজি মাছ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৪| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৫
অ- অ+

কক্সবাজারের টেকনাফে এক জেলের জালে ছোট-বড় বিভিন্ন প্রজাতির প্রায় ৪শ কেজি মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (১৩ ফ্রেবুয়ারি) সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকায় জেলে নুরুল হকের টানা জালে মাছগুলো ধরা পড়ে।

ধরা পড়া মাছগুলো ৭ লাখ টাকায় স্থানীয় শুঁটকি মহালে বিক্রি করেছেন জেলে নুরুল হক। স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি মেম্বার) আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোরের দিকে সমুদ্র তীরবর্তী এলাকায় জাল ফেলেন জেলে নুরুল হক। দুপুরের দিকে প্রায় ১৫ জন মিলে জালটি টেনে তুলতেই প্রচুর মাছ ধরা পড়ে। জাল থেকে মাছগুলো ঝুড়িভর্তি করে সৈকতে স্তূপ করে রাখা হয়।

ধরা পড়া মাছের মধ্যে ছোট পোয়া, ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি ও বাটাসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ রয়েছে। পরে এসব মাছ পাইকারি ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। পাইকারি ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও বাকিটুকু পাঠিয়ে দিয়েছেন শুঁটকির মহালে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন,বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছ ও ইলিশের প্রজনন বাড়াতে ২০১৯ সাল থেকে (৬৫ দিন) মাছ ধরা ও বিপণনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। মাছ ধরা বন্ধ থাকার কারণে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও আকৃতি বেড়েছে অনেক গুণ। এর সুফল হিসেবে শাহপরীর দ্বীপ উপকূলের জেলেদের জালে বড় ও ছোট প্রজাতির প্রচুর পরিমাণের মাছ ধরা পড়ছে।

(ঢাকা টাইমস/১৪ফেব্রুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা