বাড্ডায় শীর্ষ সন্ত্রাসী জিসান হাজি ও মেহেদী কলিংসের ৪ অনুসারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৮ | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১০

বাড্ডা থানা এলাকার পলাতক শীর্ষ সন্ত্রাসী মেহেদী ওরফে কলিংসের এক অনুসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম ছোটন।

অন্যদিকে ধারাবাহিক অভিযানের পর শীর্ষ সন্ত্রাসী জিসান ওরফে হাজি গ্রুপের তিন সহযোগীকে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) থেকে শনিবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) বাড্ডা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আসামিরা বাড্ডা এলাকার পলাতক শীর্ষ সন্ত্রাসী মেহেদী ওরফে কলিংসের অনুসারী। তারা মেহেদীর নাম ব্যবহার করে লাখ লাখ টাকা চাঁদা ওঠায়। সম্প্রতি চাঁদার জন্য বেশ কয়েকজনকে মারপিট করে। এসব ঘটনায় ভুক্তভোগীরা সন্ত্রাসীদের ভয়ে থানায় অভিযোগ না করলে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। পরে এই সন্ত্রাসীদের আমরা আইনের আওতায় আনতে কাজ করি এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

অন্যদিকে আরেকটি অভিযানে বাড্ডার শীর্ষ সন্ত্রাসী জিসান ওরফে হাজি গ্রুপের ৩ সহযোগীকে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন- আমজাদ হোসেন ওরফে চাকু সোহেল, মহিউদ্দিন মাহি ও মো. জাহিদুল ইসলাম।

ওসি বলেন, এই দুই গ্রুপের বিরুদ্ধে মোট তিনটি মামলা হয়েছে। একটি মামলা হয় বুধবার (১৪ ফেব্রুয়ারি) আর বাকি দুটি মামালা শনিবার (১৮ ফেব্রুয়ারি) হয়। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এসএস

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

শিল্পী পরিচয়ে ভয়ংকর মাদক কারবারে গায়ক রেবেল, কাজ করতেন ‘ভাইজানের’ হয়ে

২৮ অক্টোবর অছিম পরিবহনে ছাত্রদলনেতার আগুনে প্রাণ যায় নাঈমের, যেভাবে রহস্য উদঘাটন

কেরাণীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার 

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

এই বিভাগের সব খবর

শিরোনাম :