চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ২ হাজার কেজি জাটকা জব্দ, আটক ৩

যাত্রীবাহী এমবি ফারহান-৮ লঞ্চ থেকে ২ হাজার কেজি জাটকাসহ ৩ জনকে আটক করেছে চাঁদপুর হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ি।
সোমবার দুপুরে অভিযান চালিয়ে জাটকাসহ তাদেরকে আটক করা হয়েছে।
পরে হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে অতিরিক্ত ডিআইজি ও চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম এবং চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন শিকদার অসহায় এবং দুস্থসহ এতিমখানায় জব্দকৃত মাছগুলো বিতরণ করেন।
পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় ভোলা থেকে ঢাকাগামী এমভি ফারহান-৮ লঞ্চ হতে ২ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছসহ ৩ জনকে আটক করা হয়।
অতিরিক্ত ডিআইজি ও চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল কর্তৃক জাটকা নিধন প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা নিধনকারীদের বিরুদ্ধে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইনের আওতায় নিয়ে আসছে। ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। (ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন