বিসিবির নতুন দায়িত্বে হাবিবুল বাশার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২১| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪০
অ- অ+

বিসিবির নির্বাচক হিসেবে লম্বা সময়ে কাজ করেছেন হাবিবুল বাশার সুমন। বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তি করেননি তিনি। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে উইমেন্স উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। দায়িত্ব পাওয়ার পর তাকে অভিনন্দন জানান বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এমপি ও বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

জাতীয় দলকে সফলতার সঙ্গে নেতৃত্ব দেওয়া হাবিবুল বাশার দীর্ঘদিন জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। সদ্য বিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর পাশাপাশি বাশারের সঙ্গেও নির্বাচক হিসেবে মেয়াদ শেষের পর আর চুক্তি নবায়ন করেনি বিসিবি। এবার নতুন দায়িত্ব পেলেন বাশার।

এদিকে বিসিবির নতুন প্রধান নির্বাচক হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। আর নির্বাচক প্যানেলে রয়েছেন হান্নান সরকার ও আব্দুর রাজ্জাক।

(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় আল জাজিরার ৫ সাংবাদিককে হত্যা করল ইসরায়েল
ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে, শুষ্ক থাকবে আবহাওয়া
হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্নে ৫ নির্দেশনা
স্বাস্থ্যের সাবেক দুই শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা