বিসিবির নতুন দায়িত্বে হাবিবুল বাশার

বিসিবির নির্বাচক হিসেবে লম্বা সময়ে কাজ করেছেন হাবিবুল বাশার সুমন। বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তি করেননি তিনি। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে উইমেন্স উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। দায়িত্ব পাওয়ার পর তাকে অভিনন্দন জানান বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এমপি ও বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
জাতীয় দলকে সফলতার সঙ্গে নেতৃত্ব দেওয়া হাবিবুল বাশার দীর্ঘদিন জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। সদ্য বিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর পাশাপাশি বাশারের সঙ্গেও নির্বাচক হিসেবে মেয়াদ শেষের পর আর চুক্তি নবায়ন করেনি বিসিবি। এবার নতুন দায়িত্ব পেলেন বাশার।
এদিকে বিসিবির নতুন প্রধান নির্বাচক হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। আর নির্বাচক প্যানেলে রয়েছেন হান্নান সরকার ও আব্দুর রাজ্জাক।
(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন