কাহারোলে বেড়েছে গরু ও মাংসের দাম, প্রশাসনের নজরদারি না থাকার অভিযোগ

​​​​​​​কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৭
অ- অ+

পবিত্র শবেবরাতকে কেন্দ্র করে দিনাজপুরের কাহারোলে উত্তরবঙ্গের বৃহত্তম গরুর হাটে গরুর দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্থানীয় বাজারে বেড়েছে গরুর মাংসের দাম। পবিত্র শবেবরাত উপলক্ষে চাহিদা বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার সকাল ১১টায় সরেজমিন গরুর হাটে গিয়ে দেখা যায়, দাম বৃদ্ধি পেলেও বিক্রি থেমে নেই। বেচাকেনায় ব্যস্ত রয়েছেন ক্রেতা বিক্রেতারা।

টাঙ্গাইল জেলার গরু ব্যবসায়ী সামসুদ্দীন জানান, এক সপ্তাহের ব্যবধানে গরুর দাম বেড়েছে থেকে হাজার টাকা।

হাসান নামে অপর এক ব্যবসায়ী বলেন, শবেবরাতের কারণে আজকে গরুর দাম একটু বেশি।

কাজিকাটনা গ্রামের গরু বিক্রেতা শফিকুল জানান, গত হাটের চেয়ে হাটে গরুর দাম একটু বেশি।

ঈশানপুর গ্রামের গরু ব্যবসায়ী সহিদুল বলেন, বাইরে গরু যাওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে।

এদিকে ১৫দিন আগে কাহারোল উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রতি কেজি গরুর মাংস ৬০০ থেকে ৬২০ টাকায় বিক্রি হলেও শনিবারে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৫০ টাকা।

মাংস ক্রেতা রমজান আলী বলেন, কসাইরা তাদের ইচ্ছামতো গরু মাংসের দাম নিচ্ছে।

ইছাইল গ্রামের মাংস বিক্রেতা, লাবু বলেন, গরুর দাম বেশি হওয়ার কারণে মাংসের দাম বেশি।

একই কথা বলেছেন বীরগঞ্জ উপজেলার মাংস বিক্রেতা সেলিম।

ক্রেতাদের মতে, প্রশাসনের নজরদারি না থাকার কারণে ইচ্ছেমতো দাম নেওয়া হচ্ছে। তাদের মতে, বাজারে প্রশাসনের নজরদারি থাকা দরকার।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ব গাধা দিবস যেভাবে এলো
মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৪
টঙ্গীতে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা 
নৌপথে আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ, চোরাচালান দমনে কাজ করছে কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা