কাহারোলে বেড়েছে গরু ও মাংসের দাম, প্রশাসনের নজরদারি না থাকার অভিযোগ

​​​​​​​কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৭

পবিত্র শবেবরাতকে কেন্দ্র করে দিনাজপুরের কাহারোলে উত্তরবঙ্গের বৃহত্তম গরুর হাটে গরুর দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্থানীয় বাজারে বেড়েছে গরুর মাংসের দাম। পবিত্র শবেবরাত উপলক্ষে চাহিদা বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার সকাল ১১টায় সরেজমিন গরুর হাটে গিয়ে দেখা যায়, দাম বৃদ্ধি পেলেও বিক্রি থেমে নেই। বেচাকেনায় ব্যস্ত রয়েছেন ক্রেতা বিক্রেতারা।

টাঙ্গাইল জেলার গরু ব্যবসায়ী সামসুদ্দীন জানান, এক সপ্তাহের ব্যবধানে গরুর দাম বেড়েছে থেকে হাজার টাকা।

হাসান নামে অপর এক ব্যবসায়ী বলেন, শবেবরাতের কারণে আজকে গরুর দাম একটু বেশি।

কাজিকাটনা গ্রামের গরু বিক্রেতা শফিকুল জানান, গত হাটের চেয়ে হাটে গরুর দাম একটু বেশি।

ঈশানপুর গ্রামের গরু ব্যবসায়ী সহিদুল বলেন, বাইরে গরু যাওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে।

এদিকে ১৫দিন আগে কাহারোল উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রতি কেজি গরুর মাংস ৬০০ থেকে ৬২০ টাকায় বিক্রি হলেও শনিবারে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৫০ টাকা।

মাংস ক্রেতা রমজান আলী বলেন, কসাইরা তাদের ইচ্ছামতো গরু মাংসের দাম নিচ্ছে।

ইছাইল গ্রামের মাংস বিক্রেতা, লাবু বলেন, গরুর দাম বেশি হওয়ার কারণে মাংসের দাম বেশি।

একই কথা বলেছেন বীরগঞ্জ উপজেলার মাংস বিক্রেতা সেলিম।

ক্রেতাদের মতে, প্রশাসনের নজরদারি না থাকার কারণে ইচ্ছেমতো দাম নেওয়া হচ্ছে। তাদের মতে, বাজারে প্রশাসনের নজরদারি থাকা দরকার।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/পিএস

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সভা ভন্ডুল

বগুড়ায় আ.লীগ নেতাকর্মী ও সাংবাদিকসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

যোগদান করেই আইনশৃঙ্খলা স্বাভাবিক করার ঘোষণা দিলেন চাঁদপুরের ডিসি

সোনারগাঁয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস 

লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ 

বাগমারার আলোচিত সাবেক এমপি এনামুল গ্রেপ্তার

জেলখানার ভাইদের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি: সহকারী অ্যাটর্নি জেনারেল 

সাতক্ষীরায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ভেসে গেছে হাজারও মৎস্য ঘের 

সদরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :