বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুরের উদ্বোধন

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৭
অ- অ+

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায়বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর ২০২৪, এমটি-১০০টেনিস প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে সোমবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ১ মার্চ পর্যন্ত।

যুব ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার রাজধানীর রমনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সম্মানিত সভাপতি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, মো. মোতাহার হোসেন (সাজু), নেয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, সিআইপি, কোষাধ্যক্ষ খালেদ আহমেদ, নির্বাহী সদস্য .. আখতারুজ্জামান (মুকুল), জাহাঙ্গীর হোসেন বাবুল, মো. গোলাম কবির, শেখ মো. আসলাম মিসেস শিরিন আক্তার চৌধুরীসহ বিভিন্ন ক্লাব/সংস্থার প্রতিনিধিসহ অংশগ্রহণকারী খেলোয়াড়রা।

প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, কোরিয়া, আমেরিকা সুইডেন হতে ১১২ খেলোয়াড় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় ৩০+, ৩৫+, ৪০+, ৪৫+, ৫০+, ৫৫+, ৬০+, ৬৫+ ৭০+ এর পুরুষ একক পুরুষ দ্বৈত ইভেন্টে খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। সোমবার ৩০+ এর চারটি, ৩৫+ এর চারটি, ৪০+ এর নয়টি, ৪৫+ এর সাতটি, ৫০+ এর দুটি, ৫৫+ এর চারটি, ৬০+ এর চারটি, ৬৫+ এর চারটি এবং ৭০+ এর চারটিসহ মোট ৪২টি খেলা অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এমএইচ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা