চাঁদপুরে জাটকা ধরার দায়ে আটক ১৫ জেলের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৫
অ- অ+

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে মৎস্য বিভাগ কোস্টগার্ডের যৌথ অভিযানে জাটকা ধরার দায়ে আটক ১৫ জেলের প্রত্যেককে হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত ১২টায় উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা।

মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ।

তিনি বলেন, জাটকা রক্ষায় বিশেষ কম্বিং অপারেশনের চতুর্থ ধাপের পঞ্চম দিনে মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। সময় হাইমচর কাটাখালি লঞ্চঘাট এলাকা থেকে ১৫ জেলেকে আটক করা হয়। তাদের বাড়ি চাঁদপুর সদর মতলব উত্তর উপজেলায়। একই সময় চরভৈরবী মাছঘাটের বিপরীত এলাকা থেকে ৩৫টি চরঘেরা জাল, ৭০ হাজার মিটার কারেন্টজাল ৩টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

যৌথ অভিযানে কোস্টগার্ড হাইমচর আউট পোস্টের সিসি মো. মোমিনুর রহমান, উপজেলা মৎস্য অফিসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারী/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা