বেইলি রোডের আগুনে নিহত বেড়ে ৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ০২:৪৮| আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৩:০০
অ- অ+

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে লাশের সারি। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জন। এ তথ্য নিশ্চিত করেছেন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এবং পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। এর পর ঢামেকে আসেন আইজিপি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগুনে আমি সংবাদ পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি দ্রুত এখানে চলে এসেছি। এখানে এসে এক ভয়াবহ অবস্থা দেখলাম। বার্ন ইউনিটে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। অপর দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন মারা গেছে। পুলিশ হাসপাতালে মারা গেছেন আরো একজন।

ডা. সামন্ত লাল সেন আরও বলেন, যারা এখন পর্যন্ত বেঁচে আছেন। তাদের বেশির ভাগের শ্বাসনালী পুড়ে গেছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইউনিটে ভর্তি আছেন। বাইরে কেউ আছে কি না এখনো তথ্য পাওয়া যায়নি। আহতদের মধ্যে ঢামেকে ১৪ জন ও বার্নে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সবাইকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১মার্চ/টিআই/আরআর/এমএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা