নাফ নদীর ওপারে গোলাগুলির শব্দ, উড়ছে কালো ধোঁয়া, এপারে ফের আতঙ্ক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২৪, ১২:১২
অ- অ+
সীমান্তের ওপারে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

কক্সবাজারের টেকনাফের মিয়ানমার সীমান্তের ওপার থেকে ভেসে আসছে গুলির শব্দ। একই সঙ্গে সীমান্তের এপার থেকে ওপারের আকাশে কালো ধোঁয়া উড়তেও দেখা যাচ্ছে। এতে ফের আতঙ্ক ছড়িয়ে পড়ছে সীমান্তে বসবাসরত বাংলাদেশিদের মাঝে।

শনিবার সকাল ৬টা থেকে উপজেলার হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের পার্শ্ববর্তী মিয়ানমার এলাকায় এ দৃশ্য দেখা যাচ্ছে। একই সঙ্গে শোনা যাচ্ছে থেমে থেমে বিস্ফোরণের শব্দ।

হ্নীলা এলাকার বাসিন্দারা জানান, ২০১৭ সালে এভাবে আগুনের ধোঁয়া দেখা গেছে। ৬ বছর পর আবারও ধোঁয়ার দৃশ্য দেখছি। এতে করে ভয়ে আছেন বলে জানান তারা।

সীমান্তের কাছাকাছি বসবাসকারী অনেকে জানান, ভোর থেকে উনছিপ্রাং সীমান্তে ব্যাপক গোলাগুলি হচ্ছে। কালকেও বিমান থেকে হামলা হয়েছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, সকাল থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। একই সঙ্গে আগুনের কালো ধোঁয়াও দেখা যাচ্ছে। ২০১৭ সালেও কালো ধোঁয়া দেখা গিয়েছিল। এই সময় রোহিঙ্গাদের দল এসেছিল এপারে। তবে এবার রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সজাগ আছেন বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০২মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা