ব্যর্থ লিটন-সৌম্য, ফিরে গেলেন হাল ধরা মাহমুদউল্লাহ রিয়াদও

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৪, ২১:১৮
অ- অ+

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান বোলারদের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশের টপ অর্ডার। স্কোর কার্ডে ৩০ রান তুলতেই সাজঘরে ফেরত গেছেন টপ অর্ডারের তিন ব্যাটার। তবে একপ্রান্ত আগলে রেখে মাহমুদউল্লাহ রিয়াদ সেই চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করেন। তবে অর্ধশতক তুলে নেওয়ার পর সাজঘরে ফিরে যান তিনিও। এ প্রতিবেদন লেখার সময় ১৬ ওভার ১ বল শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান। জাকের আলী উইকেটে আছেন ৪২ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটার মেহেদী হাসানের সংগ্রহ ৭ রান।

শ্রীলঙ্কার দেওয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফিরে যান লিটন দাস। ৩ বলে শূন্য রান করে অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে শূন্য রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

লিটস দাসের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়েন সৌম্য সরকার। তবে তারাও ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে। দলীয় ২১ রানে সৌম্য সরকারের বিদায়ে ভেঙে যায় এই জুটি। ১১ বলে ১২ রান করা সৌম্য বিনুরা ফার্নান্ডোর বলে মিড অফে চারিত আসালাঙ্কার হাতে ক্যাচ তুলে দিয়ে পথ ধরেন প্যাভিলিয়নের।

সদ্য সমাপ্ত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা তাওহীদ হৃদয়ও আজ ছিলেন ব্যর্থ। সৌম্য সরকারের পথ ধরে দলীয় ৩০ রানে তিনিও ফিরে যান সাজঘরে। আউট হওয়ার আগে করেন ৫ বলে ৮ রান। তার বিদায়ে ৩০ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

৩০ রানে ৩ উইকেট হারিয়ে জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে বাংলাদেশ। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি মাতিশা পাতিরানা। মাতিশা পাতিরানার বলে মিড উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথুসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন শান্ত। তার বিদায়ে ভাঙে ৩৮ রানের জুটি।

শান্তর পর অভিষেক হওয়া জাকের আলীকে নিয়ে জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। এই জুটিতে ভর করে ১১ ওভার ৪ বলেই দলীয় শতক তুলে নেয় বাংলাদেশ। আর এরপরেই লঙ্কানদের বিপক্ষে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। লঙ্কানদের বিপক্ষে আজ তিনি ২৭ বলে তুলে নেন অর্ধমতক। যার মধ্যে রয়েছে ২ টি চার ও ৪ টি ছয়ের মার।

তবে অর্ধশতক তুলে নিলেও নিজের ইনিংসকে আর বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি তিনি। ৩১ বলে ৫৪ রান করে মহীশ তিকশানার বলে আভিস্কা ফার্নান্ডোর হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ভাঙে ৪৭ রানের জুটি।

(ঢাকাটাইমস/০৪মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা