আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে ঝামেলা পাকিয়ে বিপদে জামাল ভূঁইয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২৪, ১২:৪৫
অ- অ+

গত বছর আর্জেন্টিনার ক্লাব সোল ডি মায়োতে যোগ দিয়ে আলোচনায় চলে আসেন জামাল।বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগের সোল দা মায়ো তে যোগ দেওয়ার সময়ই ঝামেলা তৈরি হয়েছিল জামাল ভূঁইয়ার। শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেও (শেখ রাসেল তেমনই দাবি করেছিল) তিনি আর্জেন্টিনার ক্লাবে যোগ দিয়েছিলেন। শেখ রাসেল ক্রীড়া চক্র চাইলে তার ছাড়পত্র আটকে রাখতে পারতো। তবে চলতি বছর আর্জেন্টিনার ক্লাব ছেড়ে আবারো বাংলাদেশের ক্লাবে যোগ দিয়েছেন জামাল। আর এতে বিপদে পড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক।

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলটির হয়ে মাত্র ৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। এরই মধ্যে আর্জেন্টিনার ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আরেক ক্লাবের সঙ্গে চুক্তি করায় বড় বিপদে পড়েছেন তিনি।

চলতি বছরের শুরুতে আবাহনীর সঙ্গে চুক্তি করেন জামাল ভূঁইয়া। তবে আর্জেন্টিনার ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন ক্লাবে যোগ দেয়ায়, জামালের পারিশ্রমিক আটকে দিয়েছে সোল ডি মায়ো।

গণমাধ্যমকে জামাল ভূঁইয়া নিজেই বলেছেন, ‘সোল দ্য মায়ো আমাকে কোনো পারিশ্রমিক দেয়নি। তাই আমি ফিফার দ্বারস্ত হয়েছি।’

চুক্তির বেশ কয়েক মাস থাকতে ক্লাব ছেড়ে দেওয়ার কারণে সোল দ্য মায়ো জামালকে পারিশ্রমিক দেবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। আর ফিফার হস্তক্ষেপে পারিশ্রমিক পেলেও আইটিসি পাওয়ার ক্ষেত্রে আর্জেন্টিনার ক্লাব কী সিদ্ধান্ত নেয়, তাও বড় প্রশ্ন। দেশের ফুটবলার হিসেবে শেখ রাসেল ক্রীড়া চক্র ছাড় দিয়েছিল জামাল ভূঁইয়াকে। আর্জেন্টিনার ক্লাব কি সে সহানুভূতি দেখাবে?

তাই আবাহনীর সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের জন্য চুক্তিবদ্ধ হলেও জামাল ভূঁইয়া খেলতে পারবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর্জেন্টিনার ক্লাবে যোগ দেওয়ার সময় ঝামেলা, ত্যাগ করার সময়ও ঝামেলা। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা নিয়ে বিপাকে তিনি।

জামাল ভূঁইয়া এখন জাতীয় দলের সঙ্গে কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবে। এ বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

(ঢাকাটাইমস/০৫মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা