বাংলাদেশের বিপক্ষে অঘোষিত ফাইনালে নামার আগেই বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৪, ১২:৪৪| আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৬:৩২
অ- অ+

ক্রিকেটে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা। নতুন বছরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে তিরে গিয়ে তরী ডুবেছিল বাংলাদেশের। তবে পরের ম্যাচেই বড় ব্যবধানে জিতে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে টাইগাররা। স্বাভাবিকভাবেই সিরিজে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল সফরকারী শ্রীলঙ্কা।

চোটের কারণে ম্যাচটি থেকে ছিটকে গেলেন লঙ্কান পেসার মাতিশা পাথিরানা। হ্যামস্ট্রিংয়ের গ্রেড ১ চোটে আজ তার খেলা হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

পাতিরানা সিরিজের দ্বিতীয় ম্যাচেই বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ছিলেন। ওই ম্যাচে নিজের স্পেলের চতুর্থ ওভার শেষও করতে পারেননি। তখন থেকেই সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে তার খেলা নিয়ে শঙ্কা ছিল।

লঙ্কান এই পেসার সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর দিন ৪ ওভার বল করে ৫৬ রান দিয়েছেন। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান। চোটে পড়ার আগে ৩.৪ ওভার বল করে ২৮ রানে নেন ২ উইকেট। যদিও সে ম্যাচটাতে হেরে যায় শ্রীলঙ্কা। পাতিরানার কোনো বদলির নাম ঘোষণা করেনি শ্রীলঙ্কা।

এদিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরছেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহারের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন এই স্পিনার। নিষেধাজ্ঞা শেষ করে তৃতীয় টি–টোয়েন্টিতে মাঠে নামবেন তিনি।

(ঢাকাটাইমস/০৯মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা