প্রথম পেসার হিসেবে জেমস অ্যান্ডারসনের ৭০০ উইকেট

ধর্মশালা টেস্টের তৃতীয় দিনে অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন জেমস অ্যান্ডারসন। ধর্মশালা টেস্টে খেলতে নামার আগে জেমস অ্যান্ডারসনের টেস্ট উইকেট সংখ্যা ছিল ৬৯৮টি। গতকাল ম্যাচের দ্বিতীয় দিনে শুবমান গিলকে বোল্ড করে মাইলফলকের আরও কাছাকাছি যান এই পেসার। আজ কুলদীপ যাদবকে ফিরিয়ে ৭০০তম টেস্ট উইকেটের এলিট ক্লাবে নাম লেখালেন অ্যান্ডারসন।
টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে এই কীর্তি গড়লেন অ্যান্ডারসন। সবমিলিয়ে তিনি তৃতীয় বোলার। তার আগে মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন এই ক্লাবের সদস্য হয়েছেন।
সবচেয়ে দ্রুততম সময়ে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন মুরালিধরন। ৭০০ টেস্ট উইকেট পেতে এই লঙ্কান স্পিনারের লেগেছিল ১১৩ টেস্ট। ওয়ার্ন মাইলফলক ছুঁয়েছিলেন নিজের ১৪৪তম ম্যাচে। আর অ্যান্ডারসনের লাগল ১৮৭ ম্যাচ।
ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সবার ওপরে আছেন ৮০০ উইকেট নেওয়া মুরালিধরন। ৪১ বছর বয়সী অ্যান্ডারসনের সামনে এখন ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন।
২০০৬ সালে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৭০০ টেস্ট উইকেটের রেকর্ড গড়েছিলেন ওয়ার্ন। বছর খানেক পরই এই এলিট ক্লাবে নাম লেখান মুরালিধরন। লঙ্কান এই স্পিনার বাংলাদেশের বিপক্ষে ক্যান্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটসম্যান সৈয়দ রাসেলকে আউট করে ৭০০ উইকেটের মাইলফলকে পৌঁছান।
২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে পা রাখেন অ্যান্ডারসন। এরপর দীর্ঘ ২১ বছর ধরে এই ফরম্যাটে টানা খেলে আসছেন তিনি। ক্রিকেটের বাকি দুই ফরম্যাটে ২০১৫ সালের পর আর খেলেননি জিমি।
(ঢাকাটাইমস/০৯মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন